অন্তরে ভিখারি
------------------------
-------------নজরুল ইসলাম


যাত্রীর ফেলে যাওয়া টাকার ব্যাগ ঠিকানা খুজে ফেরত দিয়ে আসে রিকশাওয়ালা।
তবে কি টাকার প্রয়োজন নেই তার?
ইচ্ছে করলে তো এক বছর বসে বসে খেতে পারত এই টাকায় ।
কিনতে পারতো নিজের জন্য একটা নতুন রিকশা ।
পুরনো ভাঙ্গা রিকশাটি বড় কষ্ট দেয় তাকে ।
মেয়েটার বিয়ে হচ্ছে না টাকার অভাবে ,
স্ত্রী অসুস্থ , পারছে না ডাক্তার দেখাতে ।
ঘর ভাড়া বাকি তিন মাসের ।
এমন নানান প্রয়োজন তার সামনে এসে দাঁড়ায় ।
প্রশ্ন বানে জর্জরিত হতে হয় নিজেকে ।
প্রয়োজনের তুলনায় দশটি টাকা ও তার কাছে অতি মূল্যবান।
তার পরেও এত টাকা ফেরত দিয়ে আসে সে,
এক প্রকার নিজের  সাথে যুদ্ধ করে।
এত শক্তি নিজের মধ্যে কোথায় সে পায়?
কারন, সে জানে টাকাগুলো তাঁর নয়।
অথচ ভাড়া একটু বেশী চাইলে, অনেকই গায়ে হাত তুলি অথবা ভর্ৎসনা করি অবলীলায় এসব মানুষকে।
মাসের বেতন,ব্যাংক ব্যালান্স থাকার পরও কত গরীব  আমরা এদের চেয়ে!  
সামান্য উৎকোচ নেবার জন্য অসংখ্য ফন্দি ফিকির করি অন্যের সাথে ।
গরীবের রিলিফ আত্মসাৎ করি সহজেই ।
চেষ্টা করি শ্রমিক কে ঠকাতে ।
এদের মতনও হতে পারিনি হয়তো।
অন্তরে অনেক ভিখারি আমরা ভিখারির তুলনায় ।
২২/১১/২০২১