অপরাজিত
----------------
-----------নজরুল ইসলাম খান


করোনা আবারও করেছে আক্রমণ ,
ব্যথিত হয়েছে মন ,
অসহায়ত্বের কাছে জীবন বুঝি
করতে হয় সমর্পণ  ।
আমার সন্তানের ভবিষ্যত ,
ঘিরেছে আঁধার কালো ।  
স্তিমিত হয়ে নিভে যায় বুঝি ,
চিরতরে  জ্ঞানের আলো ।
করোনা তুমি আর ধরোনা ,
থাকার জন্য বায়না ।
তোমার সাথে  বাস করতে
মন যে আর চায়না  ।
সারাদিন কেমন  তাড়িয়ে বেড়ায়
দুঃসহ  সব যন্ত্রণা ।
কাজে কর্মে কিছুতে যে
পাইনা মনের স্বান্ত্বনা ।
আল্লাহ , ভগবান, ঈশ্বর , গড
যে নামেই যে ডাক ।
প্রার্থনা কর মানব জাতি কভু
পরাজিত হয় না'ক ।
আমাদের  হাতে ঘটে যেন সব
জীবাণুর চির  পতন ।
আাবার যেন ফিরে পাই দ্রুত
সুস্থ স্বভাবিক জীবন ।
যুগে যুগে সব প্রতিকূলতায় ,
মানুষ হয়নি  ভীত ।
মাথা উচু করে  টিকে আাছে আজও ,
রয়েছে অপরাজিত ।


২৫/০১/২০২২


(করোনা কালীন লেখা)