অপ্রিয় সত্য
---------------------
-------------নজরুল ইসলাম


যে সময় যায় তা আসে না ফিরে ।
ঝরে যাওয়া ফুল কেউ রাখেনা ধরে।
অপ্রয়োজনীয় কথা কারো থাকে না মনে ।
হয়না বন্ধু কেউ বিনা প্রয়োজনে।
না বলা কথা টি শুনতে মন চায়।
না ফোটা কলি টি হয় রহস্যময়।
আপন জনের আঘাত না যায় ভোলা।
মনের দরজা সবার যায় না খোলা ।
অর্থ প্রতিপত্তি সবারই প্রিয় ।
সত্যি কথা সবার  লাগে অপ্রিয় ।
চোখ নাই তারা আজ চোখে দেখে বেশি ।
সজ্জনদের চুপ রাখে দুর্বৃত্তের পেশী।
অপরের ব্যাথা কেউ বুঝতে না চায়।
হৃদয় খুঁড়ে কে দুঃখ জাগায় ?
আমি একা বসে আছি এই অবেলায় ।
বন্ধু স্বজন আমার কে আছে কোথায় ?
১৯/১১/২০২১