আরজি
------------------------
---------নজরুল ইসলাম খান


মানুষ সৃষ্টি করে দিলে তারে মন ।
বুঝেছ কখনও সে মন কেমন ?
এতটুকু মনেতে  এত অনুভূতি ।
ভাঙ্গলে সে মনের কী হয় দুর্গতি  ?
সাধ দিয়েছ মনে দাওনি তো সাধ্য ।
ভয় ভীতি দিয়ে তারে রেখেছ বাধ্য ।
গোলাপ দিয়ে যদি কন্টক ই দিলে ।
পেতে তারে কেন এ অভিলাষ দিলে ?
জগৎ সৃষ্টি করলে রঙিন করে ।
আমাকে রাখতে চাও বন্ধ ঘরে।
লোভের সামগ্রীতে জগৎ  সাজিয়ে,
আমাকে বল ষে চলতে গা বাঁচিয়ে ।
ছোট এ  জীবনের আকাঙ্খা অশেষ ।
পূরণ হয়না তো সবার  বিশেষ ।
কেমনে  কী করব এ ক্ষুদ্র  জীবনে?
তুমিই থাক প্রভু মন নিয়ন্ত্রণে ।
শক্তি দিয়ে তুমি রেখ আমায় বাঁধি ।
বেহাত হলে কভু কোরোনা অপরাধী ।


২০/০১/২০২২