অসম প্রতিযোগিতা
----------------------------
--নজরুল ইসলাম খান


তুমি জন্ম নিয়েছিলে সোনার চামচ মুখে দিয়ে ,
প্রাসাদসম ভবনে ।
তাইতো তোমার পথ ছিল  মসৃন,
কুসুমাস্তীর্ণ ।
আমি জন্মেছি হাতুড়ি শাবল পাশে  নিয়ে ,
ভাংগা ঘরের কোনে ।
আমার পথ তাই বন্ধুর , অসম -
কণ্টকাকীর্ণ।
তুমি এগিয়েছো অপরের সহযোগিতায়, সবসময়
নির্ঝামেলায় ।
আমি এসেছি বাহুবলে একাকী নিজ চেষ্টায় ,
এই পর্যায় ।
কিন্তু , যদি কখনো কাল বৈশাখী ঝড় বয়ে যায় ,
তুমি উড়ে যাবে ঝরা পাতার মতো ঠিকানা বিহীন অজানায় ।
আমি রবো ঝুলে ডাল ধরে আমার আঙিনায় ,
নির্দ্বিধায় ।
তুমি -আমি যদিও লিপ্ত  ছিলাম অসম প্রতিযোগিতায় ,
একসময় ।


২৪/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা