অশুভ সিন্ডিকেট
---------------------
--নজরুল ইসলাম খান


সারাদিনে আমার আয় পাঁচশ,
তোমার হয়ত পঁচিশ হাজার ।
কিংবা তারও চেয়ে কয়েক গুন,
আমার হয় না সামান্য বাজার ।


বাজার যতই হোক না যে চড়া,
বন্ধ হয় না তোমার বিশেষ রান্না ।
তোমার পাতে  বিশ প্রকার ব্যাঞ্জন,
শুকনো ভাতে আমার আসে কান্না ।


তুমি  কর শখ পূরনের খায়েশ ,
আমি  করি বেঁচে থাকার লড়াই ।
আমি যখন দেখি সাদা কাফন,
তুমি  দেখাও ক্ষমতার বড়াই ।


তোমার ভুড়ি বেড়ে  যতই ঠেকুক আকাশে,
চিরকাল আমার রবে অভুক্ত এ পেট ।
তুমি  যাবেই আমার শেষ  রক্ত বিন্দু চুষে ,
যতকাল   না ভাঙব   অশুভ সিন্ডিকেট ।


০৫/০৬/২০২৩