অসহায়
--------------
-------নজরুল ইসলাম খান


জন্মের পর  সব মানুষ  ছিল  কত অসহায়!
দাড়াতে পারতো না সোজা হয়ে দুই পায় ।
মল-মুত্র, ধুলো -বালি, লেগে থাকতো সারা গায় ।
চার হাত -পায়ে ঘুরতো মায়ের পায় পায় ।
একটু কিছুতেই জুড়ে দিত কান্না ।
সামান্যেই বইত ফের হাসির বন্যা ।
নিজ থেকে পান করতে পারত না পানিও ।
এত দুর্বল থাকেনা অন্য বাচ্চা প্রাণীও ।
সেই  মানুষ বড় হয়ে হয় কত স্মার্ট !
সব কিছুতেই থাকে কত তার ডাঁট ফাট ।
মহাবীর আলেকজান্ডার হতে চায়  মর্ত্যে ।
সকলেই ভয়ে তার থাকে যেন গর্তে ।
মনে রাখতে চায় না  পিছনের কথা কভু ।
নিজেকে মনে করে পুরোপুরি সয়ম্ভু ।
সত্য মিথ্যা দিয়ে হয়ে ওঠে ঝগড়াটে ।
চিরকাল চলবে সে মনে করে এই বাটে।
মধ্যাহ্নের সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে ।
রোদের তেজও  ধীরে ধীরে আসে কমে ।
একসময় অস্ত যায় তা সকলের সমুখে ।
অহংকার -গৌরবের সমস্ত পাঠ চুকে।


১৩/০৭/২০২২