আসপিয়ারা
------------------
---------নজরুল ইসলাম খান


খোদার দেয়া পৃথিবীতে ,
আাসপিয়ারা ভূমিহীন থাকে ।
মানুষের তৈরী ব্যবস্থা,
আসপিয়াদের ভূমিহীন রাখে ।
থাকবে আর কীভাবে?
উন্মুখ থাকে সবে।
ভূমি দস্যুদের খপ্পরে  
ভূমি থেকেছে কার কবে ?
নদী আর এক বড় দস্যু,  
ফি বছর গ্রাস করে
গরিবের সব বসত বাড়ি।
পর বছর চর পড়ে,
দখল করে লাঠিয়ালই ।
নিঃস্ব হয় আসপিয়ারাই ।
খণের বোঝায় বাড়ি ছাড়া করে
আসপিয়াদের,  সুদে  কারবারি ।
লোভী মহাজন দলীল নেয়,
আসপিয়াদের ঘর  বাড়ি ।
শহরে আাসে আসপিয়ারা ,
ভাড়া  করে বস্তি বাড়ি ।
ধর্ষিত হয় , লাঞ্চিত হয়
আসপিয়ারা তাড়াতাড়ি ।
ভূমি না থাকায়  চাকরি পায়না
আসপিয়ারা সরকারি ।
সবার মুখে হাসি থাকলেও
আসপিয়াদের মুখ কালি।
সারা জগতে বঞ্চিত থাকে,
আসপিয়ারা  চিরকালই ।
১৩/১২/২০২১