অসুস্থ
----------
-------নজরুল ইসলাম খান


দু'দিন ধরে, পড়ে আছি অসুস্থ হয়ে ,
উপসর্গ  নিয়ে ,
আইসোলেশনে এক রুমে।
যেন লাজে শরমে ।
মনে আছে ভয, কী জানি কী হয়!
হয়ত যা ভাবছি তা নয়।
আদর যত্নের নেই ঘাটটি,
এটা খাও, ওটা নাও ,
কদর যেন একটু বাড়তি ।
যৌবনে নতুন জামাই  যেমন  শশুর বাড়িতে ,
চাপ নেই কোন সংসারের হাড়িতে।
এ এক অন্য রকম অনুভূতি , বুঝবেনা তারা ।
যাদের  নেই স্ত্রী , কিংবা থাকলেও বেয়াড়া ।
দিলাম কি আঘাত  কারো আঁতে?
শুধু পারলামনা বলার লোভ সামলাতে ।
মনে পড়ে গেল মায়ের হাতের সেবা যত্ন ,
অসুস্থ হলে কী দুশ্চিন্তাই করতেন মা রত্ন !
অভাগিনীর কথা মনে পড়ে ,
দু'ফোঁটা অশ্রু পড়ে ঝরে।
অসুস্থ হলে তপ্ত ললাটে ,
এক খানি শীতল হাত যেন  সবার পড়ে  তাতে।


২৫/১২/২০২২


(করোনা কালীন লেখা)