আত্মকেন্দ্রিক
--------------------
-----নজরুল ইসলাম খান


দুর্বিপাকে পড়ে আমি আশায় চেয়ে রই।
আগের মতন মানুষের সেই মমত্ববোধ কই ?
জীবন যেন এখন শুধু আবেগহীন এক যন্ত্র ।
যে করে হোক উপার্জনই সবার মূলমন্ত্র ।
খেয়ে- পরে নিজে শুধু  ভাল থাকতে চায় ।
অন্যের কথা ভাবার মত সময় কোথায় পায় ?
আত্মকেন্দ্রিক জীবন সবাই করছে যাপন।
ভাবা যায় না কাউকে আর একান্ত আপন।
অতীত দিনের  আবেগময় সেই  ভালবাসা নাই ।
শিরি -ফরহাদ, লাইলী -,মজনু আর শ্যাম - রাই।
ভালোবাসা এখন যেন শুধুই অভিনয় ।
ক্ষণে ক্ষণে ঘটে যেন নতুন পরিচয়।
ভালবাসার মানুষ রেখে পর মানুষ চায়।
তাকেই খোঁজে  যার কাছে স্বার্থ বেশি  পায়।
মরে গেলেও দেখতে কভু আসে না তো কেউ।
সবাই শুধু হিসাব করে লাভ লোকসানের ঢেউ।


০৯/০৯/২০২২