আয় সাথী
---------------
----নজরুল ইসলাম খান


আয় সাথী আয় কাছে আয়,
তোরে নিয়ে যাব  দূর সীমায়।
গোধূলির রং যেথায়,
আকাশে মিশে যায়,
ডানা  ভরে নিয়ে যায়,
ঘরে ফেরা বলাকায় ।
রংধনুর রঙে ,
বৃষ্টিতে ভিজে,  
মেঘ বালিকার ন্যায় ,
রাঙাবো  তোর পায় ।
সুখতারা যেথায়,
সকাল   সন্ধ্যায় ,
মিটিমিটি আলো দেয়,
আকাশের নীলিমায় ।
আমরা দু'জনে ,
মিলিবো সেখানে,
বিলাবো ভালো বাসা ,
দুজনে  দুজনায়,
আয় সাথী আয় কাছে আয় ।


০৪/০৭/২০২৩