ব্যবধান
---------------
--------নজরুল ইসলাম খান


তোমার ঘরে পাঁচটি এ সি ,
আরাম কর গরমে ।  
আমার ঘরে একটিও নাই ,
পাশ ঘুরি ডান- বামে।
তোমার আমার একই চাকরি ,
তবু, তোমার পাঁচ তলা ।
আমি থাকি ভাড়া বাড়ি ,
নিজের  নাই একতলা ।
তোমার বউয়ের নিত্য লাগে ,
নতুন শাড়ি,  গয়না ।
আমার বউয়ের  থাকেনা ,
তেমন কোন বায়না ।
তুমি চল মুখ লুকিয়ে ,
পুলিশ কখন নেয় তুলে ।
আমি চলি বুক ফুলিয়ে ,
সদা হাসি প্রাণ খুলে ।
তোমার আমার ব্যবধান,
কতটুকু জানিনা ।
আমি যে খুব কষ্টে আছি,
তেমন কথা মানি না।


১৭/০২/২০২২