বাংলা ভাষা
----------
-------নজরুল ইসলাম খান


জন্ম নিয়ে মাকে দেখি প্রথম খুলে আঁখি।
মায়ের ভাষায় প্রথম আমি মা বলে যে ডাকি।
মধুর ভাষা বাংলা ভাষায় কথা বলতে শিখি ।
বাংলা ভাষায় প্রথম আমি বর্ণ মালা লিখি ।


প্রাণের ভাষায় সবার সাথে ভাব বিনিময় করি ।
এই ভাষাতে গলা ছেড়ে গান যে আমি ধরি।
এই ভাষাতে পড়া শিখে বিশ্বভূবন জানি ।
এই ভাষাতে সকল ভাষার মুক্তা মানিক আনি ।


এই ভাষাতে লেখা লেখেন  হাজার কবি লেখক ।
ধন্য সবাই এই ভাষারই হতে পেরে সেবক ।
ভাষায় জন্য শহীদ কেবল এই ভাষাতে বিশ্বে ।
তাই তো আমার গর্ব ভীষণ শহীদ মিনার দৃশ্যে ।


বাংলা আমার মাতৃভাষা, নই যে আমি তুচ্ছ ।
বিশ্বের বুকে মাথা আমার সবার চেয়ে  উচ্চে ।


১০/০২/২০২২
টুটপাড়া, খুলনা