বাংলার ছেলে
-------------------
----নজরুল ইসলাম খান


বাংলার ছেলে আমি বাংলায় থাকি,
বাংলাকে ভালোবেসে বুকে ধরে রাখি ।
বাংলার পলিমাখা পথ বেয়ে চলি ,
বাংলা ভাষায় কথা মন খুলে বলি ।
সোনারও চেয়ে দামী বাংলার মাটি,
সাজানো রয়েছে সব করে পরিপাটি ।
চিরকাল বিদেশিরা তাই  হাঁটি হাঁটি ,
বানাতে চেয়েছে  তারে নিজেদের ঘাঁটি ।


তেরশত নদী বহে বাংলার বুকে,
দুধে ভাতে সকলেরে রেখেছে যে সুখে ।
শান্ত- স্নিগ্ধ  অতি এর জলবায়ু ,
এদেশের মানুষের বাড়িয়েছে আয়ু।
জননীর পরে সবার জন্মভূমি ,
হৃদয় শীতল হয় তার পদ চুমি।


বাংলার মানুষেরা সহজ সরল ,
চাঁদের হাসির মত হাস্যোজ্জ্বল ।
তাই বলে শত্রুরে দেয় না তো ছাড়,
হেসে খেলে দিতে পারে প্রাণও সবার।


বাংলাদেশ আমার আমি বাঙালি ,
বাংলার সাথে আছে প্রগাঢ় মিতালি ।


২১/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা