বাউন্ডুলে
---------------
-----নজরুল ইসলাম খান


ভাষার জন্য যে ছেলেটি জীবন দিল ঐ রাজপথে ।
সে কি ছিল বাউন্ডুলে,  পৃথক সৃষ্টি সবার হতে?
ঘরের খেয়ে  মোষ তাড়ানো পেয়েছিল স্বভাব তাকে।
তাইতো সে জ্বালিয়ে খেল শাসক-পড়শি- বাবা -মাকে।


যতই ঘটুক অন্যায় দেশে তোমার বাপু কী তাতে ?
একটুতে হও প্রতিবাদী ,মিছিল কর একইসাথে ।
সবাই যেমন মেনে  নেয় সব তোমার কী হয় মেনে নিতে ?
কোন সুখেতে ছুটে আস, গুলি খেয়ে জীবন দিতে ?
শান্ত ছেলে ভদ্র হয়ে,  গড়ে তোল জীবনটাকে ।
ভোগ কর সব আরাম আয়েশ যতই লুটুক দেশটাকে ।


কিন্তু এমন শান্ত জীবন কখনও যে চায় না তারা।
দেশের কোন বিপদ দেখলে,  ঝাপিয়ে পড়ে পাগলপারা।
নিজকে বিপন্ন করে দেশের জন্য হয় মাতোয়ারা।
এমন বাউন্ডুলে যে অঘটন ঘটায় সৃষ্টিছাড়া।


বাউন্ডুলে জীবন গুলোর প্রসার ঘটুক দিকে দিকে ।
এদের জন্য জগৎ-টা আজ সঠিক ভাবে  আছে টিকে।


১৯/০২/২০২২