বেঁচে থাকাই আনন্দ
-------------------
------------নজরুল ইসলাম
জীবনে যতই থাকুক,  দুঃখ সুখের দ্বন্দ্ব ।
তার পরে ও আমাদের বেঁচে থাকাই আনন্দ ।
নিশিতে চাঁদের আলো কপোলে বুলায় পরশ।
দিবাতে রবির কিরণ জীবনকে করে সরস ।
সকালে ঘুম ভেঙ্গে যায় পাখিদের মিষ্টি গানে ।
নাসিকা উদ্বেল হয় ফুলেদের সুঘ্রাণে ।
ধরণী রূপ বদলায় নবতর সুসৃজনে ।
জিহ্বা তৃপ্ত হয় ,  সুস্বাদু আস্বাদনে ।
চোখ মেলে সবুজ দেখি , আকাশের দেখি নীল  ।
সাগরের বিশালতায় হৃদয়ের খুঁজি মিল ।
প্রেয়সীর আঁখি আছে , আছে হেথা আঁখি জল ।
সন্তান সন্ততি আছে  , আছে প্রাণের কোলাহল  ।
হাসি কান্না প্রেম আছে , আছে  রাগ অভিমান  ।
দীর্ঘ বিরহের পর মিলনে নাচে প্রাণ ।
জীবনের পরতে পরতে জাগে  নানান ছন্দ ,
তাইতো এ ভুবনে বেঁচে থাকাই আনন্দ  ।


০৩/১১/২০২১