ভাগে  শুধু দুঃখ জমা
------------------------------
-------------নজরুল  ইসলাম খান


জীবনে আমি দামী যা পাই ,
দিয়ে দিয়ে সব নিঃস্ব হয়ে যাই ।
কিঞ্চিত যদি ফিরে পেতে চাই ,
বিড়ম্বনা ছাড়া কিছু আর নাই ।
অধিকার ছেড়ে দিয়ে অধিকার চাই ,
নির্লজ্জ আমি বড়ই  তাই ।
আমারই বুকের মানিক  রতন ,
চিরকাল যারে করেছি যতন ।
পাশ ফিরে দেখি ঘুরে গেছে কখন ,
আমারে  না আর চেনে এখন ।
সারা জীবন আমি জমিয়েছি যা ,
কিছুই দেখি আমার না ।
ভাগ করে সব নিয়ে  গেছে তা ,
আমার ভাগে শুধু  দুঃখ জমা ।
১১/১২/২০২১