বিশ্বের মোড়লেরা
------------------------
--নজরুল ইসলাম খান


বিশ্বের মোড়লেরা অতিশয় আজব,
দেখে তাদের  নীতিবোধ হই তাজ্জব ।
কোথাও বা স্বৈরাচারের হয় স্তাবক,
কোথাও  সুুগণতন্ত্রের দেয় ছবক ।
কোথাও  দখলদারের পক্ষে মায়াকান্না ,
কোথাও  বা স্বাধীনতার করে তামান্না ।


কারো জয় পরাজয়ে বাড়ে গাত্রদাহ,
কাউকে দেয়  গণহত্যার উৎসাহ।
কোথাও নিস্পাপ শিশুরা হয় নিঃশেষ ,
তার জন্য তাদের নেই দয়া বিশেষ ।
দুর্বৃত্তের কাজে তারা হাসে ক্রুর হাসি,
স্বাধীনতাকামীদের বানায় সন্ত্রাসী ।


যেখানে যেই কাজে হয় স্বার্থ উদ্বার ,
সেখানে সেই নিয়ম দেয় উপহার ।
চিরকাল তাদের এ একপেশে নীতি,
মানুষের মনে বাড়ায় ঘৃণা ও ভীতি ।


বিশ্বের মোড়লেরা কর কার্যকলাপ ,
বিনিময়ে নিও না লোকের  অভিশাপ ।


১৪/১০/২০২৩