বিশ্বস্রষ্টা
--------
-------নজরুল ইসলাম


শিল্পীর শিল্পী  তুমি  বিশ্বস্রষ্টা ।
সবার অন্তরে  তুমি স্বপ্ন দ্রষ্টা ।
করেছ বিশ্বকে  জীবন্ত শিল্প ।
তোমার সৃষ্টির নেই যে বিকল্প ।
সৃষ্টি করেছ তুমি সুন্দর ধরিত্রী।
দিয়েছ সবাইকে জনিতা জনিত্রী ।
দিয়েছ ভালোবাসা, মমতা, ভ্রাতৃত্ব ।
বজায় রেখেছ তুমি জীবনের অস্তিত্ব  ।
আকাশ সাজিয়েছ গ্রহ নক্ষত্রে।
ধরণী সাজিয়েছ পল্লবী পত্রে ।
গড়েছ সাগর, গিরি,  পর্বতমালা  ।
তারই মাঝে রেখেছ  প্রাণের  ডালা  ।
প্রত্যেককে  দিয়েছ  ভিন্ন আকার  ।
দিয়েছ ভাষা মুখে কথা বলার ।
নিত্য কর তুমি নবতর সৃষ্টি ।
নেই তোমার  তন্দ্রা, অবসাদ, ক্লান্তি।
মহাবিশ্ব ব্যাপী তোমারই আয়োজন ।  
নিমিষেই মিটাও সবার  প্রয়োজন ।
অস্বীকার করবো তোমার কোন্  অবদান ?
শেষ  হবে না গেয়ে তোমার গুনগান ।


১২/১১/২০২১