ভয় দেখানো
-----------------
----নজরুল ইসলাম খান


ঘরের পিছে তেতুল গাছে  
চুলখুলে কে নাচে ?
তারই সাথে মুখ ভেঙচিয়ে
খিলখিলিয়ে হাসে।
কে দেখেছে এমন দৃশ্য ?
দাদীই দেখেছে ।
দাদীকে তা  প্রাণ হারানো
শঙ্কায় রেখেছে ।
বাবলু বললো, এখন কি আর
সে সব কিছু  আছে?
ঘুরে বেড়ায় চুল খুলে ঐ
ভুত পেত্নী গাছে ।
নিশ্চয় কেউ এসেছিল
দাদীকে ভয় দিতে ।
কিংবা দাদী ভুল দেখেছে
চোখের চাহনিতে ।
হাবলু হঠাৎ  ছোট বোনের
ধরে আনল চুল ।
এই  যে দেখ  আসল পেত্নী ,
ঘটনার যে মূল ।
খেলতে তারে বাঁধা দেওয়ায়
দাদীর প্রতি রেগে ।
পেত্নী সেজে ভয় দিয়েছে
গাছে রাত্রি জেগে ।
দাদী তখন লাঠি নিয়ে
করল ভীষণ তাড়া ।
বলল খুকু,ফের দেখাবো
পেলে একবার ছাড়া ।
আগের দিনে এসব সবাই
সত্যি সত্যি  মানতো।
এখন শুধু গল্প হবে
কে বলো তা জানতো।


০৫/১০/২০২৩
টুটপাড়া , খুলনা