বিবাগী
-----------
------------নজরুল ইসলাম
আঁখির কোলে অশ্রু দোলে ,
হৃদয় উচাটন ।
বাহির পানে  কার টানে ,
ছুটছে  প্রিয়জন ।
চাঁদের থেকে  জোছনা রেখে ,
মেখেছে তার গায়ে ।
রংধনুর রং  আল্পনা ঢং
এঁকেছে  তার  পায়ে  ।
ফুলের  পাপড়ি   দোলায়  বাবরি,
তার মাথার  কেশ ।
দীঘির জলে  পদ্ম ফুলে ,
বাড়িয়েছে  বেশ ।
পাখির  সাড়া,  ঝর্ণা  ধারা,
শোনায় তারে গান ।
এর ও পরে  কার তরে,
প্রাণ তার আনচান  ।
জনম ভরে  এমন করে ,
যায়না যারে পাওয়া ।
আলেয়ায় আর  মরিচীকায়,
বৃথাই  তারে চাওয়া ।
বুকটি  চিরে  হৃদয়টিরে,
দেখানো  যায় যদি ।
তার লাগি  এ বিবাগী,
পাগল  নিরবধি ।


২২/১০/২০২১