বিদায়
------------
-----নজরুল ইসলাম খান


বিদায় সে তো বড় বেদনার,
বিচ্ছেদ হয় বন্ধু স্বজন ।
চলতে চলতে একসাথে
হঠাৎ ঘটে ছন্দ পতন।


ছেড়ে দিয়ে সব অধিকার,
ধীর পদে চলে যায় ।
চলে যায় তবু  রহিল কি কিছু ?
বারে বারে ফিরে  চায় ।


পিছনে শুধু  করে  ধুধু,
স্মৃতি গুলো একসাথে ।
চেনা মুখ গুলো  হয় অচেনা ,
ঝরা ফুল যেন  প্রাতে।


বিদায় দেয়া, বিদায়  নেয়া,
বড়ই  কষ্টকর,
এমন বিদায়  কেন আসে  হায়!
জীবনে পরস্পর ।