বিদ্যে বোঝাই
------------------+
------নজরুল ইসলাম খান


খোকা গেছে  বিদ্যালয়ে,
বিদ্যে বোঝাই করে ।
মগজে  নয়, বইয়ের পাতায়
কাঁধে  ব্যাগ ভরে ।
পন্ডিতেরা শেখান তাকে
গভীর তত্ত্ব জ্ঞান ।
খোকার এসব বুঝতে লাগে
হেরা গুহার ধ্যান ।
পড়া ভুললে বেত উঁচিয়ে
শাসায় পন্ডিত  তারে ।
যমদূতের খড়্গ যেন
সামনে একেবারে ।
খোকা খোঁজে কোথায় ও যে,
বাঁচাবে তার প্রাণ।
বিদ্যাদেবী পালায় দূরে ,
বাঁচিয়ে সম্মান ।


২৮/০৮/২০২২