বিপরীত
-------------
----নজরুল ইসলাম খান


শাশুড়ী ও পুত্রবধূ
পাশাপাশি থাকে ।
তবু কারো মিল নেই,
দোষ বাঁকে বাঁকে ।


শাশুড়ীর ভয় সদা,
করে বুঝি পর ।
বৌ- ছেলে যোগসাজশ
কোরে পরস্পর ।


শাশুড়ী চায় তখন
বৌ- ছেলের' ফাঁক ।
জামাই- মেয়ের  ক্ষেত্রে
বিপরীত  থাক ।


বধুটিও  শাশুড়ীর
কর্তৃত্ব না চায় ।
ভাইয়ের বৌকে ফের
উল্টোটা বুঝায় ।


২৯/১১/২০২৩
টুটপাড়া, খুলনা