বিশ্বাস
-----------
--নজরুল ইসলাম খান


কোথায় হারালো গভীর বিশ্বাস,
পাই না তো ফিরে পাবার আশ্বাস।
মানুষে -মানুষে,বন্ধুতে -বন্ধুতে,
প্রেমিক -প্রেমিকা আর স্বামী - স্ত্রীতে।
শত্রুতে -মিত্রতে, শিক্ষক -ছাত্রতে,
ডাক্তার -রুগীতে, ক্রেতা -বিক্রেতাতে।
উকিলে -মক্কেলে, নেতা -জনতাতে,
বাহিরে - ঘরেতে,  দেশে- বিদেশেতে।
ধর্ম আর কর্মে, স্বর্গ ও নরকে,
তন্ত্র আর মন্ত্রে , দোয়া ও খায়েরে।
আসলে- নকলে  কিংবা ভেজালে,
ভুত -পেত্নী ও ষড়যন্ত্রের জালে ।
উপরে - নিচে -সদরে- তলেতলে,
শাসনে -ভাষনে, আপোষে -কৌশলে।
স্বদেশী কুকুরে, বিদেশি মোড়লে,
সরকার ও সব বিরোধী দলে ।
স্বৈরাচারে- রাজতন্ত্রে- গণতন্ত্রে ,
সত্য ও মিথ্যায়, যুদ্ধ ও শান্তিতে ।
সভা -সমাবেশে, মিছিলে- স্লোগানে,
বক্তৃতার বানে, কবিতা ও গানে,
সর্বত্র মনেতে তীব্র অবিশ্বাস ।
ঘটনা  এ যেন বছরে ফি-মাস।
কোথায় হারালো সকল বিশ্বাস,
পাই না তো ফিরে পাবার আশ্বাস ।


২৭/০১/২০২৪