বই মেলা
-------------
----------নজরুল ইসলাম খান


বই মেলাতে  কিছুক্ষণ,
ঘুরে ঘুরে কষ্টে মন,
থমকে র'ল অনেক ক্ষণ।
বইয়ের স্টল বেজায় শূন্য,
ক্রেতার চাহিদা অন্য,
কিনছে সবাই ভিন্ন পণ্য ।
আছে শুধু ভিড় ঠেলা,
বইয়ের প্রতি অবহেলা,
এরই নাম বই মেলা !
মন বলে ওরে পাগলা,
বেচে দে তোর দুঃখ জ্বালা,
থামিসনে সামনে চলা।
হয়ত আসবে শুভক্ষণ,
কেটে গেলে এই ক্ষণ,
তখন আবার ভরবে মন।
বইয়ের প্রতি ভালবাসা ,
ঘুচাবে সব হতাশা,
রাখলাম এই ভরসা।
১৩/০৩/২০২২