বঞ্চনা
-----------
-------নজরুল ইসলাম খান


ভেবেছিলাম হবে অনেক কিছু ,
কিন্তু হলোনা কিছুই ।
চেয়েছিলাম  সামনে এগিয়ে যাবো ,
রয়ে গেলাম সেই পিছুই।
ছেলে মেয়ে  সব মানুষ হবে ,
করেছিলাম এমন আশা ।
শিক্ষা নিয়ে ভেল্কিবাজিতে ,
আশা হলো দুরাশা ।
কোথাও নেই কিছুতে বাধা  ,
চলছে সব অনায়াসে  ।
শিক্ষাঙ্গনে জুজুর ভয় ,
সবার চোখে ভাসে ।
আর্থিক ভাবে সচ্ছল যারা ,
তাদের  কিসে পায়?
গরীবের সন্তান মানুষ না হলে ,
কার কী আসে যায় ?
অর্থ দিয়ে শিক্ষা কিনতে ,
ধনীর নেই আকাল ।
বঞ্চিতদের সঞ্চিত থাকুক
বঞ্চনা চিরকাল  ।


০৮/০১/২০২২


(করোনা কালীন লেখা)