বর্গাচাষী
-------------
-----নজরুল ইসলাম খান


মধ্য ডাঙায় অবহেলায় তোমার  পতিত ভূমি ,
উপযোগী করতে পারি রাজি থাকলে তুমি ।
তোমার জমি চাষে আমি গভীর অনুরাগী ।
  সোনার ফসল ফললে নেব করে ভাগাভাগি।
জলকাদার মাঝে আমি করব মাখামাখি ।
  ফুটবে মুখে তৃপ্তির হাসি, উদ্ভাসিত আঁখি  ।
তোমার জমি আমার লাঙ্গল সমান অংশীদার ।
উন্মোচিত হবে নতুন সম্ভাবনার  দ্বার ।
পূব দিগন্তে সূর্য উঠবে সোনালী ঝলমল  ।
শূণ্য গোলায় কানায় কানায় ভরবে যে ফসল ।
তোমার আমার পৃথিবী যা নিঃস্ব ছিল শীতে ।
জেগে উঠবে বসন্তেরই আগমনী গীতে ।
দু'জনের  এ চুক্তি কভু হবে না'ক বাসী ।
নিবিড় প্রেমে করব চাষ, আমি বর্গাচাষী ।


৩১/১০/২০২২