বর্ষ বিদায়
----------------
-----------নজরুল ইসলাম খান


জীবন  থেকে ঝরে গেল আরও একটি বছর।
কারো গেছে দুঃখ -কষ্টে, কারো গেছে জবর।
হাটি হাটি পা পা করে সময় চলে যায় ।
সময় গেলেও ললাট থেকে দুঃখ না ফুরায় ।
দুঃখের সাথে সন্ধি করে জীবন চলে যার ,
সুখ পাখিটা কোন ভাবে ধরা দেয় না তার ।
এপার ওপার করে শুধু সময় করে পার ,
আশায় থাকে নজর পড়ে কখন বিধাতার ।


ক্যালেন্ডারটি বন্ধ করে দুঃখ রাখে ঢেকে ,
কষ্ট গুলো ঝরাতে চায় এবার জীবন থেকে ।
নতুন আশায় বুকে বাঁধে নতুন কোন গান ,
বিদায় বর্ষের ব্যর্থতার হয় যেন অবসান ।
সুখে যারা পার করেছে সারাটি বছর ,
তাদের জন্য  সুখ যে থাকুক সঙ্গী জীবন ভর।
এই ভরসায় পুরন বর্ষ হোক যে বিদায়,
হৃদয় হোক ফের উদ্দীপ্ত নতুন স্বপ্নের আশায় ।


৩১/১২/২০২১
টুটপাড়া , খুলনা