বসন্ত
-----
-----------নজরুল ইসলাম খান


শীতের শেষে ঘোমটা ফেলে ফুল ফুটেছে বনে ।
উতল হাওয়ায় পরশ বুলায় দখিন সমীরণে।
তারই সাথে দোলনা দোলে কী আনন্দে মনে !
মৌমাছিরা পাগল-পারা ফুলের নিমন্ত্রণে ।
লজ্জা ভুলে দুয়ার খুলে ডাকে আপন জনে ।
থাকতে দূরে কে আর পারে এমন আমন্ত্রণে ?
হলুদ শাড়ি লালাভ টিপ পরেছে কার কনে?
কোন সে গোপন কথা বলে সাগর চাঁদের সনে?


গাছে গাছে নতুন পাতা জাগে শিহরণে ।  
হৃদয় জাগে অনুরাগে কুহু ও কূজনে ।
মিলনের সুর বাজে যেন বিরহী সব মনে ।
অন্তর  দোলে সহসা আজ এ কী আলোড়নে!
ভালবাসার মরসুম ফিরে এসেছে ভূবনে ।
আনন্দে মেতেছে ধরা বসন্ত বরণে ।


১৪/০২/২০২২