বৃষ্টি আসে
--------------
---নজরুল ইসলাম খান


গ্রীষ্ম শেষে বর্ষা আসে ,
বৃষ্টি আসে ঝেপে।
কত বৃষ্টি যায় না বলা,
পাত্র দিয়ে মেপে ।
বৃষ্টি আসে, মিষ্টি হাসে
সোনার বাংলাদেশ ।
খালে -বিলে -বনবাদাড়ে ,
খুশির নেই আর শেষ ।
দীর্ঘদিনের তাপদাহ
হয় যেই নিরুদ্দেশ  ।
বৃষ্টি ভেজা বাংলা যেন
পরে  নতুন বেশ ।
কামিনী- কদম্ব- কেয়া
ফোটে নানান ফুল ।
জলে ভেসে একাকার হয়
নদীর উভয় কূল ।
ঝিলের জলে শাপলা হাসে,
যেন চাঁদের হাসি ।
বাংলা মায়ের  বর্ষা সবাই
বড্ড ভালোবাসি ।


০৭/০৭/২০২৩