বৃষ্টি দিনে
-----------
---নজরুল ইসলাম খান


বৃষ্টি হচ্ছে মুসলধারে,
বৃষ্টি হচ্ছে অবিরাম ।
বৃষ্টি জলে যাচ্ছে ডুবে ,
সামনে পিছে ডান ও বাম ।
পথ হয়েছে কর্দমাক্ত ,
সামনে চলা থামা রে ।
ও মাঝি ভাই  নায়ে তোমার
নেবে না কি আমারে ?
সাথে যাবে গাঁয়ের ছেলে,
পড়ার সাথী অনেক জন।
ডুববে নাকি নৌকা তোমার,
দুরুদুরু করছে মন ।
নায়ে যাব, নায়ে যাব,
নায়ে যাব বাহিরে ।
নাও ছাড়া যে চলার পথে,
তেমন কিছু নাহিরে ।
ও মাঝি ভাই এবার তুমি,
নায়ের রশি দাও খুলে।  
ঝাপসা চোখে বৃষ্টি বেলায়,
যেও না গো পথ ভুলে ।
নায়ে  যাবে কেমন করে?
নায়ের পথ যে আটকানো ।
যাবে যদি দূরের পানে,
বাঁধায় আঘাত হানো ।


০২/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা