বৃষ্টি নামে
------------
--নজরুল ইসলাম খান

বৃষ্টি নামে, বৃষ্টি নামে,
মাথার 'পরে ডানে বামে।
ডুববো না আর নোনা ঘামে,
বৃষ্টি নামে, বৃষ্টি নামে ।

বৃষ্টি নামে আকাশ হতে,
জল জমে যায় পথে পথে ।
বায়ু বহে সাগর তটে,
গরম হতে আরাম বটে ।

মেঘ ও বৃষ্টির এই উৎসবে,
জেগে উঠি  আজকে সবে ।
ডাহুক -কেকার কলরবে ,
মনের ময়ূর  মেতে রবে ।

০৭/০৫/২০২৪