বৃথা আয়োজন
---------------------
----------নজরুল ইসলাম খান


আমি যারে আপন ভাবি,  সে ভাবে আমায় পর ।
আমার ঘর সেই ভাঙ্গে,  আমি যার বাঁধি ঘর ।
আমি যারে কাছে টানি, সে আমারে দুরে ঠেলে  ।
যারে আমি উপরে তুলি,  সে আমারে নিচে ফেলে।
আমি যার লাগি হই বিবাগী,  সে করে সুখে বাস।
কাঁদিয়া ফিরি যার লাগি আমি, সে করে পরিহাস।
যার জন্য আমি করি চুরি, সে বলে আমায় চোর ।
ছলনা করি যার জন্য আমি, সেই ভাবে  ইতর।
নিশিদিন যারে চাহি আমি, সে চাহেনা আমারে।
যার দ্বারে করি প্রতীক্ষা আমি,  সে ঘোরে অন্য দ্বারে ।
যার জন্য প্রাণ করে আনচান,  তার প্রাণে নাই আমি ।
বুঝেছি এতদিন যা করেছি,  সবই ছিল  পাগলামি ।
তার কাছে এখন  ফুরিয়েছে আমার সব প্রয়োজন ।
বৃথাই তবে তার জন্য আমি,  করি কত আয়োজন !


০১/০২/২০২২