বুদ্ধিমান
------------
-----নজরুল ইসলাম খান


বিষের জ্বালা থামাতে পাশে চাইলাম যারে ,
শুনলাম বিষক্রিয়ায়  মরেছে  সেই ওঝা  ।
পাপরাশি কমাতে পীর মানলাম যারে ,
বুঝলাম তার কাঁধেও বিরাট পাপের বোঝা ।


সংসার যাতনায় নিষ্পেষিত হয়ে ,
যার উপর দিতে চাইলাম সংসারের ভার ।
সেই দেখি সংসারের চাপে মু্হ্যমান ,
নিজের  ভার বহনেরই ক্ষমতা নাই তার ।


যার কাছে ভালবাসা চাইলাম,  আহা !  
সেই দেখি ভালবাসার বড় কাঙ্গাল  ।
যারে ভাবি ধন -সম্পদ- ক্ষমতার আধার ,
তারই নাকি এগুলোর মহা আকাল ।


বুঝলাম এ জগতে পূর্ণ কেউ নয় ,
নয় কেউ একমাত্র  বড় কিছুতে ।
বুদ্ধিমান সেই,  যে অন্যের চেয়ে
ভরসা রাখে সদা বেশি নিজেতে ।


২১/১১/২০২২