বুকের মধ্যে চিনচিন করে
----------------------------------
--নজরুল ইসলাম খান


পৃথিবীকে আমি  ভালোবাসি ,
ভালোবাসি পৃথিবীর রূপ- রং -আলো -বাতাস- বৃক্ষরাজি ।
ভালোবাসি পৃথিবীর ফুল- পাখি- নদী -পাহাড়- ঝর্ণাধারা,পাখির  গান ।
ভালোবাসি পৃথিবীর মানুষকে ।


পৃথিবীকে ভালোবাসি বলেই বুভুক্ষু থেকেও
পড়ে আছি তৃপ্তি নিয়ে ।
বাড়ি নেই , গাড়ি নেই, ক্ষমতা নেই।
মানুষের লাঞ্ছনা -বঞ্চনা -অত্যাচার সয়ে  বেঁচে আছি
শুধু  মরতে চাই না বলে ।
কিছুতেই মরতে চাই না ।


হাজার বছর বাঁচতে পারলে  বাঁচতাম,
পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতাম ,
পৃথিবীর বৈচিত্র্য উপভোগ করতাম,
পৃথিবীর পরিবর্তন উপভোগ করতাম ।


কিন্তু, সে তো হবার নয় ।
মৃত্যু আমাকে ছিনিয়ে নেবেই ।
অচেনা পাখি বয়ে নিয়ে যাবে ঠোঁটে  করে অজানায়,
নিক্ষেপ করবে  অন্ধকার  গহবরে ।

কিন্তু, কেন?
আমার তো সবই আছে,
একজন মানুষের বেঁচে থাকার জন্য  যা কিছু প্রয়োজন
সব আছে আমার ।
তবে কেন দীর্ঘ জীবন বেঁচে থাকতে বাঁধা আমার ।
কিসে আমাকে বাঁচিয়ে রাখে?
কেনই বা মরে যাই আমি?


বুকের মধ্যে চিনচিন করে  ব্যথায়,
সবাই  থাকবে ,
সবই থাকবে।
শুধু আমিই থাকব না ।
আমার পরিচিত জগত পড়ে থাকবে যেমন ছিল ,
শুধু আমার থাকতে মানা।


২২/১০/২০২৩
টুটপাড়া , খুলনা