চাওয়া
-----------
-------নজরুল ইসলাম খান


মানব মন থাকে না স্থির,
কোন এক স্থানে ।
নিত্য সে উন্মুখ থাকে ,
নতুনের  সন্ধানে ।
গরু পেলে ঘোড়া চায়,
ঘোড়া পেলে হাতি।
একটি পেলে দশটি চায়,
ক্রমান্বয়ে বাড়তি ।
ঘর পেলে বাহির চায়,
হাতে চায়  বিশ্ব ।
থাকতে চায় না কভু,
কোন দিকে  নিঃস্ব ।
যা দেখে তাই চায়,
হোক তা ভ্রান্ত।
চেয়ে চেয়ে এক সময়,
হয়ে যায় শ্রান্ত।
চাওয়া তবু শেষ হয় না,
করে শুধু বাম-ডান ।
সব চাওয়ার বিচ্ছেদ ঘটায় ,
এক মাত্র গোরস্থান ।


২৪/০২/২০২২