চড়ুই
---------------
---নজরুল ইসলাম খান


চড়ুই উড়ে ঘুরে ঘুরে ।
ভাঙা বাড়ির ফোকর জুড়ে ।
চড়ুই ডাকে চিচি করে।
সারা দিন আর রাত্রি ধরে।
বিড়াল তাকায় বাঁকা চোখে ।
ওঁত পেতে রয় সকাল থেকে।
একটি চড়ুই ধরবে বলে।
ফন্দি আঁটে নানান ছলে।
চড়ুই ছানা ধরতে মানা।
বিড়ালের চোখ হলো কানা।
বিড়াল ছুটে পালায় দূরে।
চড়ুই নাচে উড়ে উড়ে ।


০৯/০৩/২০২৩