ছেলের  বিয়ে
-----------------
----নজরুল ইসলাম খান


শুনতে পেলাম উড়ো  খবর  দিচ্ছ না কি  ছেলের বিয়ে।
দিবেই তো ছেলে তোমার তৈরি  যেন হিরে দিয়ে।
লেখাপড়ায় যেমন পন্ডিত চাকরিটা ঠিক তেমনি হাই ।
তোমার ছেলের মতন ছেলে দ্বিতীয়টি তল্লাটে নাই ।
দাঁত ক"টি উঁচু শুধু গায়ের রঙটি গাঢ় কালো।
তবু কিন্তু ছেলে তোমার দেখতে শুনতে অনেক ভালো।
শুধু একটু নেশা করতো, আনতো পরের  মেয়ে তুলে।
তাতে কী হয় পুরুষ ছেলের ও দোষ সবাই যায় যে ভুলে।
তাইতো দেখি মেয়ের বাবা  উদগ্রীব খুব করতে জামাই।
করবেই তো যেমন বেতন তেমনি তার উপরি কামাই।
একশ একটা মেয়ের থেকে বউ আনবে যে বাছাই করে।
সাথে  আনবে সোনাদানা টাকাকড়ি গাড়ি  ভরে।
তা না হলে ছেলের বিয়ে দেবে কেন  এমনি এমনি।
ছেলে মানুষ করতে বুঝি লাগেনি সেই  টাকা তেমনি।
বড় ছেলের শশুর ব্যাটা মিথ্যুক আর খুব ধড়িবাজ।
দিতে চেয়ে কোটি টাকা দেয়নি একটা কড়িও আজ।
তাই তো তারে সবাই  মিলে করেছে ভীষণ  অপমান।
মেয়েটিকে করে রাখছে বাড়ির ঐ চাকরানির সমান।
এবারে সেই চাল চলবে না দিতে হবে  বিয়ের আাগে।
তা না হলে ছেলে নিয়ে উঠে আসবে মস্ত রাগে।
কী বলেন ভাই আপনারা সব?ছেলের বাবা লোকটি কেমন?
দেবেন না কি নিজের মেয়ে? যদি সবদিক দেখেন এমন।


১০/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা