চৈত্রে
---------
-------নজরুল ইসলাম খান


কাঠফাটা  চৈত্রে,
মাথা ফাটে রৌদ্রে,
ঘাম ঝরে গা থেকে দরদর করে।
মাঠ ঘাট চৌচির,
খোঁজ নেই বৃষ্টির,
গরমে সব যেন ছটফট করে ।
যে যাবে বাহিরে ,
রক্ষা তার নাহিরে,
ক্লান্তিতে ম্রিয়মাণ  পথিক ।
ঘরের আঙ্গিনায়,
মেয়েদের জটলায়,
রাজ্যের কথা চলে অধিক ।
নদী -খাল -পুকুরে ,
চৈত্রর দুপুরে,
ছেলেদের দৌড়ঝাঁপ চলে।
গাছের ছায়াতে,
জীবনের মায়াতে,
পশু আর বৃদ্ধের মিল গলে গলে ।
তবুও গরমে ,
নববধু শরমে,
ঘোমটা টেনে দেয় মুখে ।
নব প্রাপ্তির  আশা,
চৈত্রের ভালবাসা,
রয়ে যায় চিরায়ত বাংলার বুকে ।


৩০/০৩/২০২২