চৌদ্দই ডিসেম্বর
-----------------------
------নজরুল ইসলাম খান


একদিন এই দিনে এই বাঙলাতে ,
কতজন দিয়েছে জীবন পিশাচের হাতে।
তাদের সকলের নাম লেখা আছে ,
স্বর্ণাক্ষরে আমাদের কাছে ।
চৌদ্দই ডিসেম্বর ঠিক  বিজয়ের আগে,
ঘাতকের মনে কী বাসনা জাগে !
সূর্যসন্তানদের তারা নিয়েছে কেড়ে,
অমানিশায়  নক্ষত্রের মালা  ছিড়ে।
সকালের লাল সূর্য ডেকে বলে তারে,
ওরে পিশাচ!  নিয়েছিস যারে,
সেতো আমাদের হৃদয়ের মনিকোঠায় ,
চিরদিনের জন্য  আসন নিয়েছে ঠায়।
এখনো আমাদের রক্ত দোলে আঘাতে ,
প্রতিনিয়ত জেগে উঠি তারই প্রতিঘাতে ।
শিরদাঁড়া করি, অন্তর ভরি,  স্মরণ করি তাদেরে ।
শকুনেরা ছিড়ে খেয়েছে  সোনার মানুষ যাদেরে


১৪/১২/২০২২