ডাক দেয় পাখি
---------------------
----নজরুল ইসলাম খান


খুশিতে  বিমগ্ন হয়ে থাকি,
স্বপনে বিভোর দুই  আঁখি ।
দূর থেকে ডাক দেয় পাখি ,
নিজেকে কোথায় ফেলে রাখি?


মাটির পৃথিবী ভালবাসি,
নিয়ে যেতে চায় পাখি আসি।
নীল ঝরে পড়ে রাশি রাশি ,
থেমে যেতে চায় মুধু- হাসি ।


পায়ে পায়ে খুঁজে ফিরি ছন্দ ,
দেহ মনে লাগে এ কী দ্বন্দ্ব !
চারিদিকে  বায়ু বয় মন্দ ,
হারাতে চায় জীবনানন্দ ।


২৩/০৬/২০২৩