দান - প্রতিদান
---------------------
--------নজরুল ইসলাম খান


বনের পাখির গান শুনেও দিই না দুটো দানা ।
খবর নিই না পড়ে থাকলেও ঝড়ে ভেঙ্গে  ডানা ।
মন মাতানো ফুলের গন্ধে বিভোর হয়ে উঠি ।
দিই না গোড়ায় এক ফোটা  জল,  মাটি এক মুঠি।
পথিক বাউল গানের সুরে হৃদয় দেয় ভরে ।
ক্ষুধা পেটে ঘুমিয়ে পড়ে চোখ মুছে তার  ঘরে ।
হৃদয় নিংড়ে কাব্য লিখে আনন্দ দেয় কবি ।
নিজের বলতে যা কিছু উচ্ছন্নে যায় সবই ।
প্রতিদানে কবি যদি চায় সামান্য  পেতে ।
বিব্রত হই মনে মনে , কষ্ট লাগে আঁতে ।
নদীর রূপে মুগ্ধ হয়ে কন্ঠে ধরি গান ।
চাই না একটু যত্ন নিয়ে বাঁচাতে তার প্রাণ ।
নীল আকাশের স্বপ্নপুরে পাখনা মেলি কত ।
নীলাভ আকাশ দূষণ করছি আমরা অবিরত ।
ধরিত্রীকে ভালবাসি মুখে মুখে শুধু ।
উজার  করে বনবাদাড় করছি মরু ধুধু ।
এমনি করে দাতা শুধু দিলেই ভরে মন ।
প্রতিদানে দিতে কিছু বিমুখ  সর্বক্ষণ ।


৩০/০৫/২০২২