দেখা হবে অবশেষে
---------------------------+
--------নজরুল ইসলাম খান


ঘরের পাশে  ঘর, বাড়ির পাশে বাড়ি,
তার জন্য অনাদিকাল  দাঁড়িয়ে থাকতে পারি ।
নদীর পরে নদী, চরের পরে চর,
কে তাকে করেছে আমার থেকে পর?
পথের শেষে পথ, কাজের শেষে কাজ ,
হারিয়ে গেলে তাকে খুঁজবোনা আজ ।
আমার মধ্যে আমি,  তার মধ্যে সে,
নিশ্চয় দেখা হবে অবশেষে ।


২৬/০৬/২২