ধোঁকা
-----------
--নজরুল ইসলাম খান


খুব তো বলেছিলে সবকিছু দিবে।
সোনার  থালায় ভাত দিয়ে রূপার গ্লাসে পানি দিবে।
চাঁদটাকে হাতের মুঠোয় এনে ঘরের দরজায় লটকে দিবে।
মরা নদীতে জোয়ার এনে সোনার ফসলে ভরে দিবে।
বুক ভরা মুক্ত বাতাসের নিঃশ্বাস দিবে।
নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাতে  দিবে।
বনের পাখির মতো  মন খুলে গাইতে দিবে।
নিঃসংকোচে পথ চলতে দিবে।
এই দিবে, সেই দিবে,
হাতি দিবে, ঘোড়া দিবে।


কিছুই তো দিলে না,
শুধু ফাঁকা প্রলোভন দিলে।
আর নিজের আখের গোছালে ।


তবুও তোমার সমর্থকদের পরিবর্তন  হলো না।
নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে বারবার তুমি তোমার কৌশল পাল্টালে ।
তোমার বোকা সমর্থকরা বারবার ধোঁকা খেয়ে
তোমার পিছুই পড়ে থাকলো।
তুমি শুধু  বারবার পরিবর্তিত হলে।


২৫/০৪/২০২৪