ধোঁকাবাজি
-----------------
------নজরুল ইসলাম খান


পাঁচ বেলা নামাজের শুনে আহবান ,
পারে না গলাতে যে হৃদয়ের পাষাণ ।
যতই থাকুক সম্পদ করে না দান,
থাকে না অভুক্ত  কভু পেয়ে রমজান ।
এক আল্লাহে নেই পরিপূর্ণ ঈমান ,
করে না অনুসরণ পবিত্র কুরআন ।
সকল মানুষের প্রতি নেই সন্মান ,
দাবী করে  নিজেকে খাঁটি  মুসলমান ।
অন্যের সম্পদ সব করে আত্মসাৎ ,
জেনে বুঝে সাজায়  সে মিথ্যার বেসাত ।
সুদ- ঘুষ -দূর্নীতি   নৈমিত্তিক ব্যাপার ,
ক্ষমতা সে পেয়ে করে অপব্যবহার ।
তারপরও হতে চায় সব ঘাট পার ,
বিজলির মতন দ্রূত গতিতে তার ।
মৃত্যুর পরে করায় মহা মোনাজাত ,
মরহুমকে দিও আল্লাহ বড় জান্নাত ।
এসব কিছুই তার শুধু ধোঁকাবাজি,
কী যে  হবে পরিনতি জানেন আল্লাজি।


২৯/০৪/২০২২