ঢোল
-------
----নজরুল ইসলাম খান


আজকাল না কি নিজের ঢোল নিজেকেই  পিটাতে হয়,
কারো ঢোল কেউ পিটিয়ে দেয় না ।
অন্যের ঢোল পিটাবে কখন ,
নিজের ঢোলই তো পিটিয়ে পারে না ।
ঢোল এতো বেশি হয়েছে  যে,
কারো ঢোলই ঠিকমতো শোনা যায় না ।
বেসুরো ঢোলের আওয়াজে ,
তানপুুরার সুরও বোঝা যায় না ।
শব্দ দূষণ থেকে বাঁচতে ,
কানে তাই  তুলো লাগাতে  হয় সবার।
বেশি পিটানো ঢোল মাঝে মাঝে  ফেটেও যায়
বিড়ম্বনায় আবার ।
আমারও ঢোল পিটাতে ইচ্ছে হয় খুব,
করতে  সুন্দরের প্রচার ।
কিন্তু আমার তো ঢোলই নাই ,
তাই পিটানো হয় না  আর।


০৯/০২/২০২৩