ধনী -গরীবের ঈদ
-------------------------
--------নজরুল ইসলাম খান


আমাদের বড় মিয়া ইয়া বড় ধনী ।
টাকা কড়ি এত বেশি,  আছে যেন খনি।
অপরের  সম্পদ মেরে বড়লোক ।
আর কত হওয়া যায় সেই দিকে ঝোঁক ।
ধনীদের সব কিছু অতি বেশি বেশি ।
অল্পতে তারা যেন  হয় না খুব খুশি ।
এই যেমন ঈদ এলে সব ঈদ তাদের ।
বাজারে কেনাকাটা শেষ নাই যাদের ।
রোজা রাখে কি- না রাখে সারা রমজানে,
খোদা তায়ালা আর তারা কেবল জানে ।
ঈদের মাঠে তারাই আগে আগে বসে ।
কোলাকুলি ঢলাঢলি চলে হাস্য রসে ।
খাওয়ার চেয়ে  বেশি  আমোদ প্রোমোদ ,
সব কিছু যায় না তো করা প্রতিরোধ ।


গরীবের ঈদ  ভাই শুনে লজ্জা পাবে ।
তবুও জোর গলায় সব বলা যাবে ।
আধা কেজি চিনি, এক  প্যাকেট সেমাই ,
এক কেজি পোল্ট্রিতে খুশি করে জামাই ।
পুরাতন পোশাকটা পরিষ্কার করে,
খুশি মনে ঈদ মাঠে  নামাজটা পড়ে ।
ধন্না দেয় না তবু,  ধনীদের দ্বারে ।
হাসি মুখে চলে,  কারোর ধার না ধারে।
রমজানে রোজা রাখে খুব সাধ্যমত ।
চাহিদা থাকে  না বেশি  এই অতশত ।
যা পায় তাই নিয়েই সন্তুষ্ট থাকে ।
আর বেশী স্মরণ করে সৃষ্টি কর্তাকে ।


২৬/০৪/২০২২