ধর্মে কারো আঘাত করোনা
--------------------------------------
----------নজরুল ইসলাম খান


ধর্মে কারো আঘাত  করোনা
ধর্ম  যার যার  হৃদয়ের বিশ্বাস।
বিশ্বাস  ভাঙলে বিশ্বাসীর
বন্ধ হয় যে নিঃশ্বাস প্রশ্বাস ।


নিজের  বিশ্বাস  অটুট  রাখতে
বিশ্বাসীরা  আত্মত্যাগ ও করে ।
থাকুক না যার যার  বিশ্বাস নিয়ে ,
ক্ষতি কী তাতে  জগতের  পরে?


মানুষ তো নয়  ফেরেশতা ,
যে চিন্তা করবে  না  স্বাধীনভাবে ।
ভিন্ন  চিন্তা,  ভিন্ন  পথ,
সেই তো জগতের  বৈচিত্র  তবে ।


কোনটা সত্য,  কোনটা  মিথ্যা,
সে বিচার  করবেন  উপর ওয়ালা।
আমরা  বিলাবো মানুষে মানুষে
ভালোবাসা  আর  শ্রদ্ধার  মালা ।


স্বর্গের  সুখ পাব কি না  পরে,  
সে বিষয়  জানেন  অন্তর্যামী ।
আমরা  পারি  পৃথিবীকে করতে ,
মানুষের  শান্তির  আবাসভূমি।


০৯/১০/২০২১