ধূর্ত শিয়াল
--------------
--নজরুল ইসলাম খান


মূর্ত বনের ধূর্ত শিয়াল,
বুদ্ধি পাল্টায় ক্ষণে ক্ষণে ।
বলে বেড়ায় নই যে আমি ,
এখন আর  সেই  দুষ্ট মনে ।


হাস ও মুরগী  - ছাগল ছানা,
ঘুরতে  বনে নেই  যে মানা ।
আগের মতন ধরতে তোদের ,
কখোনো দেবো না  হানা ।


শিকারগুলো বলে মামা,
বলছিলে আগেও  দু'বার ।
কিন্তু তখন রাখনি যে,
কথা দিয়ে কথা তোমার ।


বলে শিয়াল, ওরে বোকা!
শুনে দেখ না এই বেলাটা।
মনে বলে, আয়রে বেটা,
আয় দেখে যা শেষ খেলাটা।


০৯/০৮/২২৩
টুটপাড়া, খুলনা